|
---|
লুতুব আলি, বর্ধমান, ২০ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান ফুডিজ ক্লাব আসন্ন দূর্গা পূজা উপলক্ষে বর্ধমান শহরের বুকে বিনা পয়সার বাজার বসিয়েছে। এই মুক্ত বাজারে নতুন জামা কাপড় বিনামূল্যে পাওয়া যাচ্ছে। দুস্থ মানুষেরা নতুন জামা কাপড় বিনা ব্যয়ে অনায়াসেই পেয়ে যাচ্ছেন। সৌজন্যে বর্ধমান ফুডিজ ক্লাব। বর্তমানে বর্ধমান ফুডিজ ক্লাবের সদস্য সংখ্যা দেড় লক্ষ্য ছুঁই ছুঁই। পুরো ব্যবস্থাপনাটাই অনলাইনে। অনেকে আবার এই সংগঠন টির সঙ্গে অফলাইনেও যোগাযোগ করে থাকেন। এইচ স্বেচ্ছাসেবী সংগঠন টির বিদেশেও সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। বিগ বাজার বা বাজার কলকাতার মত বাজারে ক্রেতারা যেমনভাবে দ্রব্য পছন্দ করেন প্রায় একই ঢঙ্গে এখানকার ক্রেতারাও স্বাধীনতা পান। তবে মাল পছন্দ করে ফেরার সময় ক্রেতারা পয়সা না দিয়ে হাসিমুখে ফিরে যাচ্ছেন এই বিরল দৃশ্য একপ্রকার মেলা ভার। এই সংগঠনটি সুদীর্ঘ বছর ধরে দুস্থদের মুখে অন্ন, বস্ত্র তুলে দিচ্ছেন। এই সংগঠনটির এই অভিনব প্রয়াস দেখে অনেকে মুগ্ধ। বর্ধমান ফুডিজ ক্লাবের অন্যতমা প্রতিনিধি নীলাক্ষি সিনহা ব্যানার্জি এই প্রতিবেদক কে জানান, বর্ধমান শহর ও সংলগ্ন লাগোয়া বিভিন্ন পল্লীতে নিরন্ন মানুষদের মুখে প্রায় প্রতিদিনই বর্ধমান ফুডিজ ক্লাব অন্ন তুলে দেয়। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বর্ধমান শহরের বড় নীলপুরের কাছে লালটু স্মৃতি সংঘের সন্নিকট বিএফ সি তিনটে কাতারে কাতারে মানুষ আসছেন নিজের পছন্দের নতুন জামা কাপড় বেছে নিতে। আবাল বৃদ্ধ বণিতাদের ভি ড় লক্ষণীয়ভাবে পরিলক্ষিত হচ্ছে। এই সংগঠনটির গুণমুগ্ধ শুভানুধ্যায়ীরা বস্তা বস্তা নতুন জামা কাপড় এই টেন্টে দিয়ে যাচ্ছেন। প্রায় অব্যবহৃত পুরনো জামাকাপড় ও অনেকে দিয়ে যাচ্ছেন। নীলাক্ষি দেবী আর ও জানান, বর্ধমান শহর লাগুয়া সদরঘাটের মেলার মাঠেও বিনা পয়সার বাজার বসানো হবে। যেকোনো ধরনের সহযোগিতা ও খোঁজখবর নেয়ার জন্য +913427962774 বা 8373802320 এই ফোন নাম্বারে কন্টাক্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে। সংগঠনটিকে ত্বরান্বিত করতে প্রায় ৫০ জন অ্যাক্টিভ মেম্বার রা নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সভাপতি মৈনাক মুখার্জি, সম্পাদক দেবজিত সিনহা, ট্রেজারার নিরঞ্জন বেহারা, সঞ্জীব কাপুরিয়া, দেবব্রত বণিক, সোমনাথ ভকত, অলিভিয়া আশ, বিদ্যুৎ বর্মন, সিদ্ধার্ত গোস্বামী, কুন্তল সাঁই প্রমুখ।