বর্ধমান গাছ গ্রুপের স্বাধীনতার ৭৫ বর্ষ স্মারক খন্ডবন।

লুতুব আলি, বর্ধমান, ১৮ সেপ্টেম্বর : দেশের ৭৫ তম স্বাধীনতা প্রাপ্তি বর্ষ উপলক্ষে পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গুরু প সারা বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই উপলক্ষে ১৮ সেপ্টেম্বর বর্ধমানের উপকণ্ঠে প্যামরা গ্রামের তাল-পুকুরে তৃতীয় পর্যায়ে বৃক্ষরোপনের অনুষ্ঠান করল গাছ গ্রুপ। এদিনের বৃক্ষরোপণ এর উদ্বোধন করেন জাতীয় শিক্ষক তথা গাছ গ্রুপের পুরোধা গাছ-মাস্টার অরূপ চৌধুরী। অরূপ বাবু জানান, এই গাছ গ্রুপ ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন প্রান্তে সবুজায়ন করে চলেছে। বিশিষ্ট সমাজসেবী মোঃ হোসেনেদের পুকুরপাড়ে মেহগিনি, রুদ্র পলাশ, কাঁঠাল, হিজল, কদম বৃক্ষ শিশু লাগানো হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ইদ বক্স, প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ কুমার চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক কবি ও অধ্যাপক ঋষি গোপাল মন্ডল। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি অধ্যাপিকা ড. অনুপমা চৌধুরী বলেন, গাছ গ্রুপের এই দ্বিতীয়বার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। সবুজয়ানে অঙ্গীকারবদ্ধ হয়ে গাছ গ্রুপ যে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ২০২২ সালের শিক্ষা রত্ন প্রাপক প্রধান শিক্ষক মোঃ উজির আলি ও এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির সামাজিক বন সৃজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুকল্যাণ বসু, প্রধান শিক্ষক সুবীর কুমার দে, শিক্ষক কাজী মোহাম্মদ রায়হান, কালিদাস মল্লিক, অরূপ সাহা, শেখ মিসকিন আলী, আবজেল মন্ডল, সেলিম সাহেব প্রমুখ।