|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি, ১১ আগস্ট : বর্ধমানে গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারের নবনির্মিত ভবনের উদ্বোধন নবনির্মিত ভবনের উদ্বোধন। পূর্ব বর্ধমানের নবনির্মিত গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারের উদ্বোধন হল। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। বাংলা সংবাদপত্র জগতের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্য পূর্ব বর্ধমানের বহড়া গ্রামে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেছিলেন। গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রতিষ্ঠিত বাংলা গেজেট প্রকাশনা ও মুদ্রণ প্রকাশনা জগতে তাঁর অবদান আজও সর্বজনবিদিত। ঐতিহ্যে অমলিন গঙ্গা কিশোর ভট্টাচার্যর নামে পূর্ব বর্ধমান প্রেস কর্নারের নামকরণ। ১১ আগস্ট সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা শাসক কার্যালয় চত্বরে নবনির্মিত প্রেস কন্যার এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপিতা পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলার সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নিত্যানন্দ রায় প্রমুখ। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, নবনির্মিত বর্ধমান প্রেস কর্নারের আধুনিকীকরণ ধাপে ধাপে করা হবে। জেলাশাসক কার্যালয়ের চত্বরে যে জায়গায় প্রেস কর্নারটি ছিল সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় কর্মরত সাংবাদিকদের ভীষণ অসুবিধা সম্মুখীন হতে হচ্ছিল। সাংবাদিকদের দাবি মেনে জেলাশাসক বর্তমানে ট্রেজারি বিল্ডিংয়ের পাশে জেলা তথ্য ও সংস্কৃতিক কার্যালয়ের কাছে নবনির্মিত প্রেস কর্নারটি উপহার দেওয়ায় পূর্ব বর্ধমান জেলার সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন, এক ছাতার তলায় সাংবাদিকদের এবার বৃহত্তর পরিসরে পাওয়া যাবে। সংবাদ কভারেজ এর জন্য এখানকার সাংবাদিকদের অতি সহজেই পাওয়া যাবে। বর্ধমান পৌরসভার পৌর পিতা পরেশ চন্দ্র সরকার বলেন, সাংবাদিকরা হচ্ছেন সংবিধানের চতুর্থ স্তম্ভ। উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। জেলা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল জানান, সাংবাদিকদের আরও যে দাবি দেওয়া আছে তা দ্রুত তা সমাধান করার সমাধান করার প্রয়াস চালানো হচ্ছে।