বর্ধমানের গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে রক্তদান শিবির।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমান শহর ও শহরতলী ছাড়িয়ে পূর্ব বর্ধমানের গ্রাম থেকে গ্রামান্তরে স্বেচ্ছাসেবী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এই সংস্থার প্রধান লক্ষ্য দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করেন তাদেরকে সুষম খাদ্য, ঔষধ ও অন্যান্য সামগ্রী দিয়ে সমাজের মূল স্রোতের মধ্যে তাদেরকে আনা। নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি যুক্ত হয়ে নিরবচ্ছিন্নভাবে পরিষেবা মূলক কাজ করে চলেছে। বর্তমানে রক্তের চরম সংকট দেখা দেওয়ায় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বিভিন্ন ক্লাব ও সংস্থাকে যুক্ত করে বিনামূল্যে রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলেছে। এই সংস্থার উদ্যোগে খণ্ডঘোষের সালুনে আয়োজিত হয় রক্তদান শিবির। এছাড়াও বিনামূল্যে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা হয় এবং ডায়েট ক্যাম্পের মাধ্যমে সকলকে পুষ্ট বিষয়ে সচেতন করে তোলা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন সোমসারের রামকৃষ্ণ মঠের স্বামীজি । এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা ব্লাড ব্যাংকের ডি আশীষ এবং সোশ্যাল সালুনের সম্পাদক তারাপদ মন্ডল প্রমুখ। স্থানীয় এলাকার বাসিন্দা প্রীতম ঘোষ ও সুফল ঘোষ এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করতে অকৃত্রিমভাবে সহযোগিতা করেন। সম্পাদক মজুমদার বলেন, রক্তের সংকট মেটাতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গ্রামের ক্লাব ও স্বেচ্ছাসেবীদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ধমান হাসপাতাল ও মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকগুলি। সংসার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, বিনামূল্যে রক্তদান শিবির আরও বেশি বেশি করে হওয়া দরকার।