|
---|
আলিফ ইসলাম:মেমারি : ১২জুন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত উদয়চাঁদ জেলা গ্ৰন্থাগারের সেমিনার হলে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের উদ্যোগে আজ রবিবার ১২ জুন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে স্মরণ করা হয় বক্তব্য, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক, গীতি আলেখ্য প্রভৃতির মধ্য দিয়ে।প্রায় সান্ধ্যকালীন এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিত্ব আবুল হাসান দুই স্বনামধন্য কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের পরে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যুগ্ম-সম্পাদক মিনতি গোস্বামী ও স্বরূপ মুখার্জী এবং গণনাট্য সংঘের সম্পাদক দিব্যেন্দু দুবের উপস্থিতিতে দুই বরেণ্য কবির সৃষ্টি, জীবন ও দর্শন কে ছুঁয়ে সুচারু,মনোজ্ঞ আলোকপাত করেন অনন্য ভট্টাচার্য্য।প্রায় সত্তর জন সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে কুশল দে,বিকাশ বিশ্বাস, মৌসুমী মুখার্জী, সুষমা মিত্র, নমিতা রাউত, শ্যামাপ্রসাদ চৌধুরী, অশোক বর্মণ , তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম, সেখ জাহাঙ্গীর, অভিজিৎ দাশগুপ্ত,সায়ন্তি হাজরা, শরৎচন্দ্র দাস এবং বিভিন্ন সঙ্গীত সংস্থা তাদের নিজ নিজ প্রকাশ ভঙ্গিমায় দুই স্বনামধন্য বরেণ্য কবি কে বিনীত চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেন।