বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার পার্থেনিয়াম নিধন।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার পার্থেনিয়াম নিধন। পূর্ব বর্ধমান জিলা পরিষদের উদ্যোগে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রায়নার মহেশ বাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পার্থেনিয়াম নিধনের কর্মসূচি হয়। এক্কেবারে জৈবিক উপায়ে সামান্য নুন জল ব্যবহার করে পার্থেনিয়াম ও আগাছা নাশ করা হয়। এই পাঠ দেওয়া হয় এবং হাতে-কলমে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় দণ্ডপাত, রায়না ১ ব্লক মেডিকেল অফিসার তুষার কান্তি বিশ্বাস, চায়না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব দাস, বর্ধমান জেলা পরিষদের জনসাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার প্রমুখ। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বর্ধমান শহর ও শহরতলী ছাড়িয়ে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পার্থেনিয়াম নিধন ও আগাছা নাশ করার কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনীষা মন্ডল, জয়ী সাহা প্রমুখ।