বর্ধমান জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আম্বেদকর মেধা পুরস্কার দেয়া হল

লুতুব আলি, বর্ধমান : ১৫ আগস্ট বর্ধমান জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হল। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক দপ্তর চত্বরে বর্ণাঢ্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়। পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। অনুষ্ঠানের প্রারম্ভে নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। স্বাধীনতা দিবসের ঐতিহ্যপূর্ণ দিনে তপশিল জাতি ও উপজাতি সম্প্রদায়ের ১৬ জন কৃতি ছাত্র-ছাত্রীদের ড.বি আর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়। ইংরেজি মাধ্যম স্কুল আই সি এস ই এবং সিবিএসসি এই দুটি বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীদের স্মারক, পুষ্প স্তবক, বই পত্র তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিন সমাজের পিছিয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের স্বীকৃতি ও সম্বর্ধিত করায় জেলা প্রশাসনের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাস ক সাধারণ সুপ্রিয় অধিকারী, অতিরিক্ত জেলাশাসক শিক্ষা সানা আখতার, অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট ঋদ্ধি ব্যানার্জি, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ কাজল রায়, বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল সহ সংখ্যালঘু দপ্তরের আধিকারিক ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বৃন্দ।