বর্ধমানের কবিতা সন্ধ্যার নিরবচ্ছিন্ন ৪৫০ তম সাহিত্য সভা

আলিফ ইসলাম,মেমারি : ৩১ জুলাই পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সাহিত্য চর্চার অন্যতম পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৫০ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান জেলা গ্ৰন্থাগারের হলঘরে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত কবিতার অন্যতম সেরা কন্ঠস্বর সংস্কৃতি, সম্প্রীতি, সংহতির মেলবন্ধন ঘটিয়ে দলমত গোষ্ঠী হীন নিরবচ্ছিন্ন জীবনবোধের সাহিত্য সাধনার অন্যতম কাব্যিক সংস্থা আমাদের প্রিয় কবিতা সন্ধ্যা । প্রতি ইংরাজী মাসের শেষ রবিবার সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে চলেছে নিরবচ্ছিন্ন ভাবে কবিতা সন্ধ্যার ঐকান্তিক প্রয়াসে। দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরের ইতিহাসে কোনোরকম ডেলিগেট ফিজ ছাড়াই সকল সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষ কে নিয়ে এগিয়ে চলেছে কবিতার অন্যতম সেরা কন্ঠস্বর কবিতা সন্ধ্যা। বর্তমান সম্পাদক কবি কুশল দে এবং সভাপতি সাহিত্যিক শ্যামল বারুরী অত্যন্ত বলিষ্ঠ হাতে একনিষ্ঠ ভাবে কবিতা সন্ধ্যাকে এগিয়ে নিয়ে চলেছেন। এরসঙ্গে বেশ কিছু সহযোগী আপনজন রয়েছেন যাঁরা কবিতা সন্ধ্যার অগ্ৰগতির একনিষ্ঠ সহায়ক। কবিতা সন্ধ্যার ৪৫০ তম পূর্তির সাহিত্য সভায় কবিতা সন্ধ্যার একান্ত ঘনিষ্ঠ অল্প সংখ্যক কবি-সাহিত্যিক বন্ধুদের নিয়ে অত্যন্ত ঐকান্তিক ভাবে অনুষ্ঠিত হয়।যদিও সভায় সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন তবু এই সভায় অতিথি বা বিশেষ অতিথি হিসাবে কেউ ছিলেন না, কবিতা সন্ধ্যার এই সাহিত্য সভায় উপস্থিত সকল কবিবন্ধু-ই হলেন এই মহতী সাহিত্য সভার সন্মানীয় অতিথি। বৈকালিক এই সাহিত্য সভায় কবিতা সন্ধ্যার সম্পাদক ও সভাপতি ছাড়া সুব্রত মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য,লক্ষী নারায়ণ আদিত্য,দীপেন্দ্র নাথ শীল, কুমুদ বন্ধু নাথ, ক্ষেত্রনাথ দে, নারায়ণ চন্দ্র পাল, সুভাষ বসু,রাম আশিস মুখার্জী, নমিতা রাউত,গুরুপ্রসাদ যশ,তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক কুমার বর্মন,সেখ জাহাঙ্গীর, সুরমান আলি মল্লিক, সুফি রফিক উল ইসলাম, সৌম্য বন্দ্যোপাধ্যায়,মানস দত্ত, দিলীপ মুখার্জী, বাসুদেব পাল, চৈত্র কুমার প্রামাণিক, বাসুদেব সাঁতরা,তাপস বন্দোপাধ্যায়, আব্দুল মজিদ,করবী রায়, সৈয়দ সেরিনা,দীপা কুমার, বর্ণালী কুন্ডু, তপন দাস, সর্বানন্দ মাঝি প্রমুখ প্রায় পঞ্চাশ জন কবি -সাহিত্যপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।