বর্ধমানের কৃষ্ণসায়র গাছ কাটার জবাব দিল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি , বর্ধমানের কৃষ্ণসায়র গাছ কাটার জবাব দিল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্ধমানের ঐতিহ্যবাহী কৃষ্ণসায়র পার্কে অবৈধভাবে গাছ কাটার ফলে আলোড়ন পড়ে যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর ও প্রকাশিত হয় যা দেখে ক্ষোভে ফেটে পড়েন বর্ধমান শহরের মানুষ, বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং বিভিন্ন প্রকৃতিপ্রেমী সংগঠন গুলি। এই ক্ষোপকে ভালোবাসাই পরিণত করতে বর্ধমান সদর প্যা য়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ও শ্রী-সবুজের অভিযান দুটি স্বেচ্ছাসেবী সংস্থা ১৮ মে নব বনসৃজন কর্মসূচি করলো। এই নব বনসৃজন কর্মসূচিতে এদিন দশটি শিশু বৃক্ষ রোপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, প্রকৃতি প্রেম িক ও জাতীয় শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত। তিনি বলেন এভাবেই সকল সুসভ্য নাগরিকের প্রচেষ্টায় এই পৃথিবী একদিন সবুজ হবে এবং বিশ্ব উষ্ণায়ন রোধ করা যাবে। শ্রী-সবুজের অভিযানের তরফে সম্পাদক ডক্টর তুষার কান্তি মুখোপাধ্যায় বলেন, নিহত বৃক্ষের স্থলপূরণ হয়তো সম্ভব নয় কিন্তু নব সৃজন প্রকল্পের মাধ্যমে নতুন বৃক্ষরা আগামী পৃথিবীকে সুরক্ষিত করবে এই আমাদের বিশ্বাস। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, মানুষ ও প্রকৃতির মেলবন্ধনে প্রকৃতি সুন্দর হয়ে ওঠে তাই এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তোলার জন্য এই মহতি উদ্যোগ। এছাড়াও অনুষ্ঠানে সেদিন উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্য ও সদস্যরা। উল্লেখযোগ্যরা হলেন অনির্বাণ রায়, অসিত বরণ ঘোষ, নির্মাল্য পোদ্দার সহ ছাত্রছাত্রীবৃন্দ। স্বেচ্ছাসেবী সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, নব বনসৃজন কর্মসূচি বার্তা দিল যথেচ্ছ ভাবে গাছ নিধন করা যাবে না।