বর্ধমানের কৃষ্ণসায়রে ফুলমেলা শুরু নিয়ে সাংবাদিক সম্মেলন।

লুতুব আলি, বর্ধমান : বর্ধমানের কৃষ্ণসায়রে ফুলমেলা শুরু নিয়ে সাংবাদিক সম্মেলন। বর্ধমান শহরের কৃষ্ণসায়রে শুরু হতে চলেছে ফুল মেলা। এই ফুল মেলা শুরু নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ২৬ নভেম্বর সাংবাদিক সম্মেলনের খোকন দাস জানান, আগামী ৩ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ফুল মেলা চলবে। শীতের মরশুমে কৃষ্ণ শায়রের ফুল মেলা রঙ্গিন হয়ে ওঠে। লাখো লাখো মানুষ এই ফুল মেলার দিকে তাকিয়ে থাকেন। এই ফুল মেলা কে ঘিরে কৃষ্ণসায়র চত্বর মুখর হয়ে ওঠে। মাঝখানে এই ফুলমেলা বন্ধ হয়ে গেছিল। হাজার হাজার মানুষের অনুরোধে এই ফুল মেলা আবার স্বমহিমায় বর্ধমান বাসীর কাছে হাজির করানো হয়েছে। গত বরের ফুলমেলায় ব্যাপক সাড়া মিলেছে। খোকন দাস আর ও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জায়গায় মেলা করার জন্য আহ্বান জানিয়েছেন। এই মেলায় হচ্ছে সকলের সঙ্গে মিল বন্ধন হওয়ার একমাত্র মাধ্যম। মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে আমরা সেই আহবানে সাড়া দিয়ে এই মেলা শুরু করতে চলেছি। বর্ধমান শহরের সকল স্তরের মানুষকে এই মেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। মেলার বিভিন্ন দিনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে নানান স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উল্লেখ্য পৌর উৎসব নিয়ে মিটিং হয়ে গেছে। আগামী ২৮ জানুয়ারি কাঞ্চন উৎসব শুরু হবে বলে বিধায়ক খোকন দাস জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকগণ, বর্ধমান পৌরসভার কাউন্সিলর গন এবং আমন্ত্রিত অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।