বর্ধমানে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা স্বেচ্ছাসেবী সংস্থা প্যায়ারার।

লুতুব আলি, বর্ধমান, ১৯ জুন : বর্ধমান সদর প্যায়া রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। বর্ধমান শহরের প্রতিটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, আই.সি.এস. ই বোর্ডের সর্বোচ্চ নাম্বার প্রাপকদের অভিনব ভাবে সম্বর্ধিত করা হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি বিভিন্ন জন্মুখী কাজের সঙ্গে সঙ্গে কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে সংবর্ধনা সভার আয়োজন করেছিল। ছাত্র-ছাত্রীদের স্মারক, উপহার, ভালোবাসার শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। বিশিষ্ট পুষ্টি শিক্ষক তথা সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, সুপুষ্টি, সুস্বাস্থ্য ও সুশিক্ষার জন্য সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অনুষ্ঠানের অতিথি স্বামী দুর্গেশনন্দপুরী স্বামী বিবেকানন্দের ছেলেবেলা ও ছাত্র জীবনের নানান দিকগুলি নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠান সম্পর্কে প্রাসঙ্গিক মূল্যবান কথা তুলে ধরেন যোগ বিশারদ দিশা রক্ষিত, সংস্থার সভাপতি সুনন্দা প্রামাণিক, অঙ্কিতা সাম, সোহম ব্যানার্জি, স্নিগ্ধ দাস, অর্পিতা, শ্রাবন্তী সাহা, নাজমুননেশা খাতুন প্রমুখ। এই সংস্থাটি ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করতে উৎসাহ নামে একটি প্রকল্প গড়ে তুলে স্কুল কলেজে সভা সেমিনার কুইজ শো এর আয়োজন করবে বলে জানানো হয়েছে।