|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৫ নভেম্বর : বর্ধমান টাউন হল প্রাঙ্গণে শুরু হল লিটল ম্যাগাজিন মেলা ২০২২। বর্ধমানের যে কোনো সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ও সম্পন্ন হচ্ছে গাছ দিয়ে। এই প্রচলন শিখিয়েছে বর্ধমানের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ। গাছ গ্রুপের পুরোধা তথা জাতীয় শিক্ষক গাছ মাস্টার অরুপ চৌধুরী ও সম্প্রদায়ের নেতৃত্বে এর প্রচলন প্রায় সর্বত্রই শুরু হয়ে গেছে। এমনই এক মুহূর্তের সাক্ষী থাকলো সাহিত্যপ্রেমী ও সাহিত্য অনুরাগীরা। বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান পৌরসভার সহযোগিতায় এই লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন আলোচনা চক্র পত্রিকার সম্পাদক চিরঞ্জীব সুর। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক রাজেশ হালদার। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার , সংস্থার সভাপতি বিমলানন্দ রায় প্রমুখ। রাজেশ হালদার জানান, এ লিটল ম্যাগাজিন মেলা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২২ বিশেষ সম্মাননা দেওয়া হয় কাটোয়ার ভাষাসদন কে। আলোক সরকার স্মৃতি সম্মাননা দেওয়া হয় আসামের গুয়াহাটির যাপন কথা পত্রিকা কে। এই পত্রিকার পক্ষে সম্মাননা গ্রহণ করেন কান্তার ভূষণ নন্দী। কবি সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট কবি দীপক রায় কে। বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের বরাবরের এক ঐতিহ্য হল প্রয়াত বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী , মনীষী, গুণী ব্যক্তিত্বদের নামে অনুষ্ঠান মঞ্চের নামকরণ, প্রাঙ্গণের নামকরণ। এই ধারার ঐতিহ্য এই মেলাতেও দেখা গেল। এদিন উদ্বোধনের পর সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায় কে নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার দেবেশ ঠাকুর, চিরঞ্জীব সুর। এই পর্বে সঞ্চালনায় ছিলেন মানব বন্দ্যোপাধ্যায়। সকলকে অভ্যর্থনা জানান সহযোগী সম্পাদক সুকান্ত দে। মুখ্য উপদেষ্টা হিসাবে আছেন রাজ্য পুলিশের আধিকারিক বিশিষ্ট লেখক চিন্তাবিদ সমাজসেবী দ্যুতিমান ভট্টাচার্য, মুফতি শামীম, অতিরিক্ত জেলাশাসক মুফতি শামীম সওকত । এদিনের অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠের ও আসর বসে।