বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

লুতুব আলি, বর্ধমান : ৭ আগস্ট বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ৯ আগস্ট বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করেছেন। আদিবাসী সমাজকে সমাজের মূল স্রোতে ওতপ্রোতভাবে যুক্ত করতে গেলে তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। মন্ত্রী আর ও বলেন, উচ্চশিক্ষা পাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজসহ সকলের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগে সদ্যব্যবহার করতে হবে। আদিবাসী সমাজের ও পিছিয়ে পড়াদের জন্য যে সমস্ত সরকারি প্রকল্প গুলি আছে সেগুলি বিস্তারিতভাবে প্রচার হওয়া দরকার। এদিনের অনুষ্ঠানে আদিবাসী সমাজের বেশ কিছু গুণী ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয়। উল্লেখযোগ্যরা হলেন, সাঁওতালি সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক বঙ্গবিভূষণ প্রাপ্ত লেখক রবি লাল টুডু, বর্ধমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ সুশীল মুর্মু,ডা. প্রবীর মান্ডি, হরলাল মুর্মু প্রমূখ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, আদিবাসী উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি অরূপ দে, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সুপ্রিয় অধিকারী, সদর মহকুমা শাসক উত্তর তীর্থঙ্কর বিশ্বাস, সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু কুমার মন্ডল, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক, জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ আদিবাসী উন্নয়ন দপ্তর মৃন্ময় দাস, পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উত্তম সেনগুপ্ত, বাগবুল ইসলাম, মেহেবুব মন্ডল, মোহাম্মদ ইসমাইল প্রমুখ। এ দিনের অনুষ্ঠান সাঁওতালি ভাষায় সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ মুরমু।