বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে সঙ্গীত মেলার উদ্বোধন করলেন ইন্দ্রনীল সেন

লু তুব আলি : ২৪ জুন,বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে সঙ্গীত মেলার উদ্বোধন করলেন ইন্দ্রনীল সেন। গ্রাম-গঞ্জ থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে পাঁচদিনের সঙ্গীত মেলা শুরু হল। রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন এই সঙ্গীত মেলার উদ্বোধন করেন। আয়োজক বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সঙ্গীত মেলা প্রধান উদ্যোক্তা খোকন দাস। সঙ্গীত মেলার উদ্বোধন করে ইন্দ্রনীল সেন বলেন, বর্ধমানের কাছের মানুষ, কাজের মানুষ খোকন দাস যে অভিনব উদ্যোগ নিয়েছেন তা সমগ্র দেশের কাছে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। সুযোগের অভাবে প্রতিভাবান শিল্পীরা তেমন কোনো প্ল্যাটফর্ম পান না। অনুষ্ঠানে রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ও এই উদ্যোগের ভুসি প্রশংসা করেন। এই সঙ্গীত মেলা চলবে ২৮ জুন পর্যন্ত । উল্লেখ্য, সোনালী দিনের সঙ্গীত শিল্পী মহ: রফি, লতা মঙ্গেশকার, কিশোর কুমার, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ ইদানিংকালের সদ্য প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী, কে.কে দের মত মত শিল্পীদের এদিনের অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবং এই সমস্ত শিল্পীদের কণ্ঠে যারা সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসিত হয়েছেন অথচ প্রচারের আলোয় আসতে পারেননি সেই সমস্ত শিল্পীদের এই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ দেওয়া হয়েছে। এই ধরনের একশ জন শিল্পী পাঁচ দিনের অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। প্রতিদিন বহিরাগত বিশিষ্ট সংগীতশিল্পী ও এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পূর্ব বর্ধমান পুলিশ সুপার কমনাশিস সেন,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,বর্ধমান পুর সভার চেয়ারম্যান পরেশ সরকার প্রমুখ।অনুষ্ঠানে ইন্দ্রনীল সেন জানান,এই সঙ্গীত মেলার বাছাই করা শিল্পীদের কলকাতার বিশ্ব বাংলা সঙ্গীত মেলা তে অনুষ্ঠান করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন।ষাটের দশকে তৈরী রবীন্দ্র ভবন কে সংস্কার করে আধুনিকীকরণ করে দেবার প্রতিশ্রুতি দেন।