বর্ধমানে মানবিক উদ্যোগ সাগরদিঘীর যুবকরা।

সংবাদদাতা : আবারও মুর্শিদাবাদ এর স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের মানবিক উদ্যোগ লক্ষ করা গেলো, এবার সাগরদিঘী নয় বর্ধমান স্টেশন চত্বরে থাকা দুঃস্থ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিলো। পথে হঠাৎ স্টেশন চত্তরে দুঃস্থ অসহায় মানুষদের ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ফেলে, তৎক্ষণা বর্ধমান জংশনের পাশের দোকান থেকে, খাবারের প্যাকেট ও জলের বোতল প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিতি ছিলেন উজির শেখ ও রহমতুল্লাহ, সঞ্জীব। এই মানবিক উদ্যোগকে অসহায় মানুষ গুলো সাধুবাদ জানিয়েছেন।