|
---|
আলিফ ইসলাম,মেমারি:১৪ মে,পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ভাতছালা এলাকায় মুক্ত আবহের সাহিত্য চর্চার আসরে ১৪ মে শনিবার সন্ধ্যায় বাংলার দুই বরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কে স্মরণ করে এক মহতী স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়। মুক্ত আবহের কর্ণধার প্রসেনজিৎ সামন্তের উপস্থিতিতে এবং মুক্ত আবহের সভাপতি তাপস ভূষণ সেনগুপ্ত ও সম্পাদক অশোক বর্মন, শিবরাম মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় ১৬ জন কবির এই লাইভ অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনায় ছিলেন চিরঞ্জীব ঘোষ এবং সায়ন্তী হাজরা। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন কল্পনা রায়, তপন জ্যোতি চৌধুরী, সৌম্য পাল,গীতা দত্ত, দীপা কুমার, সবিতা চ্যাটার্জী, সুজাতা দাস, চৈত্র কুমার প্রামানিক, সুকুমার মালিক, প্রবীর কুমার দাস, সুফি রফিক উল ইসলাম প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এই স্মরণ সন্ধ্যার শুভ সূচনা হয়।