বর্ধমানের নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শত বার্ষিকী উদযাপিত হল

লু তুব আলি : বর্ধমানের নতুনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শত বার্ষিকী উদযাপিত হল। বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ১নং ব্লকের নতুনগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠান সারম্বরে উদযাপিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত শিক্ষা জেলাশাসক সানা আখতার। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সর্বশিক্ষা প্রকল্প আধিকারিক জাহাঙ্গীর মল্লিক, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক স্বপন কুমার দত্ত, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন মন্ডল, এ. আই প্রিয়ব্রত মুখার্জি প্রমুখ। দেশের স্বাধীনতা আন্দোলনের সন্ধিক্ষণে মুসলিম অধ্যুষিত নতুন গ্রামে একচালা মাটির বাড়িতে বিদ্যালয়টি গড়ে উঠেছিল। সালটা ছিল ১৯২৩।১৯৪৬ সালে বিদ্যালয়টি সরকারি অনুমোদন পায়। সার্বিকভাবে বিদ্যালয়টির পরিকাঠামো ভালো না হয় অনেক সচেতন বাড়ির ছেলে মেয়েরা এখানে পড়তে আসতে চাইতো না। এমনকি শিক্ষক-শিক্ষিকারা ও বিদ্যালয়ে আসতে চাইতেন না। তবে ব্যতিক্রম ও ছিল। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেই শেখ ময়েজ উদ্দিন জজ হয়েছিলেন। শেখ বাকের আলী এখান থেকে পড়াশোনা করেই তিনি এখন একজন বর্ষীয়ান আইনজীবী। শেখ হাবিবুল্লাহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করার পর বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে ওঠে। জেলা ও রাজ্য স্তরের অনেক পুরস্কার ও ছিনিয়ে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ে রবীন্দ্র-নজরুলের আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। বর্ণপরিচয় নামে একটি শ্রেণিকক্ষের উদ্বোধন হয়। শতবর্ষের অনুষ্ঠানে ছন্দম নৃত্য গোষ্ঠীর কর্ণধার মেহেবুব হাসানের পরিচালনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন সংগীত শিল্পী কুমার টি টা। এছাড়াও সান্ধ্যকালীন অনুষ্ঠানে ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা ডালিয়া বেগম।