বর্ধমানের পান্ডবেশ্বরে প্রতিবাদ মিছিল পা – মেলালেন হাজার হাজার মানুষ

স্টাফ রিপোর্টারঃ পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর বিধানসভা এলাকার মানুষদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয় । বিক্ষোভকারীদের পক্ষ থেকে অবিলম্বে বিদ্বেষ ছড়ানো মিডিয়া বন্ধ, ওই বিজেপি প্রবক্তা কে কঠোর শাস্তি প্রদানের দাবি তোলা হয়।

    পান্ডবেশ্বরের দান্য থেকে মিছিল করে এলাকার মানুষ পান্ডবেশ্বর থানায় স্মারকলিপি জমা দেন। মিছিলে অংশগ্রহণ করেন দান্য, মহাল, আমলোকা, পলাশবনি, শঙ্কর পুর, পান্ডবেশ্বরের মানুষ । মিছিলের অগ্রভাগে ছিলেন ইমাম মাওলানা আবদুর রহমান (দান্য), নূর জামান, মৌলবি কুতুবুদ্দিন, ইমাম হাফিজ একরামুল হক (আমলোকা), ইমাম ক্বারি সৈয়দ মোহাম্মদ ইয়াসিন রহমানি খুর্রম (নিমশা) , ইমাম মাওলানা মুতালিব কাশেমী (পান্ডবেশ্বর), ইমাম মাওলানা নজরুল হক ( কুইঠা-শাহপুর), সোনাবান্দি ও রাঙ্গামাটির ইমাম প্রমুখ।
    এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ মে, ২০২২ টাইমস্ নাও টিভি চ্যানেলে নাবিক কুমারের উপস্থাপনায় আলোচনায় অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রবক্তা নুপূর শর্মা বিশ্বনবী হযরত মোহাম্মদ রাসুলুল্লাহ্ স. সম্পর্কে কুরুচিকর – অবমাননাকর মন্তব্য করেন। পান্ডবেশ্বর বিধানসভা এলাকার মানুষ পান্ডবেশ্বর থানায় স্মারকলিপি জমা করে টাইমস্ নাও চ্যানেলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এবং বিজেপি প্রবক্তা নুপূর শর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (এ), ৫০৪, ৫০৫(২), ৫০৬, ২৯৫(এ) অনুসারে কঠোর শাস্তির দাবি জানান। মিছিলে পাঁচ হাজারের বেশি মানুষ যোগদান করেন।