|
---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে হেল্প সংস্থার সহযোগিতায় বর্ধমানের পোলেমপুর সংলগ্ন সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির করা হয়। ট্রাকচালক, বাইক চালকদের সচেতন করার পাশাপাশি প্রত্যেককে মাস্ক ও স্যানেটাইজার প্রদান করা হয়, জাতীয় সড়ক সহ নানা রাস্তায় পুজোর সময়ে নো এন্ট্রি সম্পর্কে সচেতন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডি.এস.পি (ট্রাফিক) আব্দুল কায়েম, ও.সি. রায়না এবং ও.সি খন্ডঘোষ সহ অন্যন্যরা, পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান ‘এদিন ট্রাফিক সচেতনতা বিষয়ক ও কোভিড সচেতনতা মূলক প্রচার লিফলেট ও স্টিকার বিলিও করা হয়।” হেল্পের তরফে প্রত্যেকের জন্য ১টি করে চারাগাছ তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে। হেল্পের সভাপতি সাগর বাবু জানান প্রাক পুজোয় তারাও ট্রাফিক সচেতনতায় কাজ চালু রাখবেন।