|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি: বর্ধমানে পথ ভিক্ষুকদের বিনামূল্যে দ্বিপ্রাহরিক আহার। বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি একই দিনে দুই জায়গায় পথ ভিক্ষুকদের বিনামূল্যে দ্বিপ্রাহরিক আহার প্রদান করল। ১১ জানুয়ারি বর্ধমান শহরের ম্যালেরিয়া অফিস কালীমন্দির সংলগ্ন এলাকায় ৭০ জন ভিক্ষুকদের বিনামূল্যে আহার দেওয়া হল এবং সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল একটি বিনামূল্যে হাট যেখান থেকে পথ ভিক্ষুকেরা নিজেদের পছন্দমত শীত বস্ত্র বেছে নেন। অনেক জায়গায় এই ধরনের আহারের ব্যবস্থা করা হয়। যেখানে আমন্ত্রিত অতিথিরা নিজেদের পছন্দমত খাবার তুলে নিতে পারেন। এই স্বেচ্ছাসেবী সংস্থার পথ ভিক্ষুকদের বিনামূল্যে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থাপনা এক অভিনব আয়োজন। এই আয়োজন দেখে অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত অতিথিরা তারিফ করেন। অন্যদিকে এদিন খণ্ডঘোষ ব্লকের গৈতানপুর গ্রামে সারদা আশ্রম এর সহযোগিতায় ৬০ জন দুস্থ বয়স্ক মা-বাবাদের শীতবস্ত্র প্রদান করা হয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, আমরা সারা বছর ধরেই এরকম ভাবে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের পাশে থেকে সেবা র কাজে যুক্ত থাকি। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন এই মহতী উদ্যোগ অনেকের নজর কেড়েছে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন প্রীতম ঘোষ, বিক্রম পাঁজা সহ অন্যান্যরা।