|
---|
লুতুব আলি, বর্ধমান, ২ ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করলেন। এদিন বর্ধমান শহরের গোদার মাঠে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক প্রশাসনিক বৈঠক। গতকাল ১ ফেব্রুয়ারি কেন্দ্রে বাজেট পেশ হয়েছে। এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে কেটে নেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিলেন। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনা র ফলে পশ্চিমবঙ্গের অর্থ সামাজিক ব্যবস্থার চরম সংকট দেখা দিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উদ্বেগ প্রকাশ করেন। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ায় নোংরা রাজনীতির অভিসন্ধি দেখছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্প জাতীয় স্তরে প্রথম পুরস্কার পাচ্ছে অথচ কেন্দ্র অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের নামার ডাক দিলেন। এদিনের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রানীগঞ্জ যেকোনো সময় ধ্বসে যেতে পারে বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন। রানীগঞ্জের কয়লা উত্তোলনের ভালো করে মাটির নিচে সান্ডিং করার কেন্দ্র কালোসোনা নিয়ে চলে যাচ্ছে। বিপর্যস্ত রানীগঞ্জ ও সন্নিহিত এলাকার মানুষেরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দিন যাপন করছেন। রানীগঞ্জ এলাকার মানুষদের অগ্রিম পুনর্বাসনের ব্যবস্থা না করলে ভবিষ্যতে চরম এক বিপর্যস্ত অবস্থায় সম্মুখীন হতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন সহ জেলা ও রাজ্যস্তরের আধিকারিক ও আমলারা। জেলার প্রায় সমস্ত বিধায়ক ও সাংসদরা। উল্লেখ্য, এদিনের প্রশাসনিক বৈঠক থেকে ভার্চুয়াল এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন। কাঞ্চন উৎসবের মূল উদ্যোক্তা বিধায়ক খোকন দাস এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।