বর্ধমানের প্রতিটি গ্রামে গাছ লাগানো হবে সবুজ বৈঠকে ঘোষণা সভাধিপতির

লু তুব আলি : বর্ধমানের প্রতিটি গ্রামে গাছ লাগানো হবে সবুজ বৈঠকে ঘোষণা সভাধিপতির। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে ৪ জুন বর্ধমান আদর্শ বিদ্যালয়ে আয়োজিত সবুজ বৈঠকে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা ঘোষণা করেন। আগামী ১৬ জুন একই দিনে জেলার চার হাজার গ্রামে গাছ লাগানো হবে। এই সবুজ বৈঠকটির উদ্যোক্তা ছিল বর্ধমানের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন অ্যাসোসিয়েশন ফর ক্লিন হ্যাবিটেট। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এই সংগঠনটি প্রাণপুরুষ ও জাতীয় শিক্ষক অন্যধারে গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদনা আরও বলেন বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির খামখেয়ালীপনা সমগ্র পৃথিবী ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। একমাত্র বনসৃজন দিয়েই এই বিপর্যস্ত অবস্থার সামাল দেওয়া সম্ভব। তালগাছ বজ্র কে প্রতিহত করতে পারে তাই তালগাছ বেশি করে লাগানোর জন্য তিনি জোর দেন। এছাড়াও সুশীতল ছায়া দেয় যে সমস্ত গাছ যেমন বকুল কদম বট অশ্বত্থ গাছগুলি লাগানোর পর তিনি যোগ দেন। এই স্বেচ্ছাসেবী সংগঠন টি যে ধারাবাহিকভাবে বনসৃজন সৃষ্টি করে চলেছে তার ভুয়সী প্রশংসা করেন সভাধিপতি। গাছ মাস্টার অরূপ চৌধুরী জানান, ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ১২ টি খন্ড বন তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের জন স্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, জেলা ফরেস্ট অফিসার নিশা গোস্বামী প্রমুখ। বৃক্ষ রোপন করে সেগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে বলে এদিনের বিভিন্ন বক্তারা মতামত দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নিখিল কুমার সিনহা ও ড. সুভাষ দত্ত, বর্ধমান উত্তর চক্র সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন মন্ডল, জেলা মাধ্যমিক বিদ্যালয় সহ পরিদর্শক সুকল্যাণ বসু। এই সবুজ বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে এই সবুজ বৈঠকের শুভকামনা জানান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নিখিল কুমার খাঁ, সুব্রত সাহা, গণেশ রাজদেব, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ উজির আলী, ড. গোপাল ঘোষাল, শীর্ষেন্দু দত্ত, ইসমাইল সেখ, বর্ধমান আদর্শ বিদ্যালয়ের সভাপতি কাজী হাসানাত আলী, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী। এই অনুষ্ঠানে বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজ্য সরকারের শিক্ষারত্ন প্রাপক সুবীর কুমার দে ও ২০২২ সালের ন্যাশনাল মাস্টার অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ অরূপ কুমার সাহা এই দুইজন ব্যক্তিত্বকে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এই সবুজ বৈঠক সম্পর্কে অভিবাদন জ্ঞাপন করেন কাজি রাইহান, মোহাম্মদ হাবিবুল্লাহ, স্বাগতা কর্মকার, হামিদা বেগম, খুকু কর্মকার, জয়ন্ত বিশ্বাস। অনুষ্ঠানে বৃক্ষরোপনের ওপর সঙ্গীত পরিবেশন করেন অম্লান মজুমদার এবং কবিতা আবৃত্তি করেন অনিন্দিতা সাহা, বিপদতারণ মিশ্র, মোহাম্মদ সেলিম, নারায়ন চন্দ্র মজুমদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিসকিন আলী ও রাজেশ হালদার।