|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান সাহিত্যাঙ্গনের ৪৭ তম মাসিক সাহিত্য সভা বাবুর বাগে। বর্ধমান সাহিত্য অঙ্গন আয়োজিত ৪৭ তম বার্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল বর্ধমান শহরের বাবুরবাগ সোনার তরী অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সম্পাদক বিকাশ বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কাকলি মুখার্জি। ১৯ মে ছিল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা শম্ভু মিত্রের প্রয়াণ দিবস। এই সাহিত্য সভায় সম্ভু মিত্রের অভিনয় জীবনের বর্ণময় দিকগুলি নিয়ে আলোকপাত করা হয়। ১৯৬৩ সালের ১৯ মে বার্মিং হাম জেল থেকে মার্টিন লুথার কিং এর চিঠির কথা নিয়ে প্রাসঙ্গিক দিক গুলি আলোচনা সঙ্গে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের উপরেও বিশদে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি তো করেন বিশিষ্ট কবি লক্ষণ দাস ঠাকুরা। কবিতা ও কথায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি নাজিমুল হক, পদ্মাবতী সাহা, জয়শ্রী চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে লক্ষণ দাস ঠাকুরা পুরুলিয়ার ভাষা আন্দোলনের কথা উল্লেখ করেন এবং সেদিন পুরুলিয়া থেকে কলকাতা পদব্রজে আন্দোলনকারীদের যাত্রার কথা সামনে তুলে ধরেন। স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিকাশ বিশ্বাস, অমলেন্দু পাল, লক্ষণ দাস ঠাকুরা, নাজিমুল হক, রথীন পার্থ মন্ডল, বর্ণালী ব্যানার্জি, রত্না ভট্টাচার্য চক্রবর্তী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন জয়শ্রী চক্রবর্তী। বিশিষ্ট কবিরণ মোহন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর পাঠানো কবিতা পাঠ করেন সম্পাদক বিকাশ বিশ্বাস। এদিনের অনুষ্ঠানটি সূচালোভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি জাহির আব্বাস।