বর্ধমান সাহিত্য অঙ্গন আয়োজিত ৫৩ তম সাহিত্য সভা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান সাহিত্য অঙ্গন আয়োজিত ৫৩ তম সাহিত্য সভা। বর্ধমান সাহিত্য অঙ্গন আয়োজিত ৫৩ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের বাবুরবাগের সোনার তরী অ্যাপার্টমেন্টে। সম্পাদক বিকাশ বিশ্বাস সকলকে স্বাগত জানান ও অনুষ্ঠানের নান্দনিক সূচনা করেন। এই সাহিত্য সভায় কবিতা পাঠ, সংগীতা অনুষ্ঠান ও মননশীল আলোচনা হয়। এই অনুষ্ঠানে অভয়াকাণ্ডের প্রতিবাদে বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় প্রকাশিতব্য হালদারের নাম তিলোত্তমা প্রস্তাব করেন। সম্পাদক বিকাশ বিশ্বাস। এই সভায় ধ্বনি ভোটে তা গৃহীত হয়। শেখ সাদরে আলমের সভাপতিত্বে ও জাহির আব্বাসীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জমজমাট সাহিত্য সভায় উপস্থিত ছিলেন আব্দুল করিম, গুণত্রয় দাস, কমলেন্দু পাল, সুব্রত মন্ডল, পদ্মাবতী সাহা, প্রিয়াঙ্কা সেন, মালবিকা সেন। নবাগত কবিশিল্পীরা হলেন বিজন কুমার চ্যাটার্জি, সঙ্গীতা চ্যাটার্জী ও শিখা চক্রবর্তী। আগামী তিন বছরের জন্য গঠিত কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যগণ হলেন: সভাপতি লক্ষণ দাস ঠাকুরা, সম্পাদক বিকাশ বিশ্বাস, সহ সভাপতি শেখ সাদরে আলম ও কমলেন্দু পাল, কোষাধক্ষ ্য জাহির আব্বাস, সঞ্চালক বিপদতারণ মিশ্র।