বর্ধমানের স্বনামধন্য নৃত্য সংস্থা ছন্দমের নজরুল জয়ন্তী।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানের স্বনামধন্য নৃত্য সংস্থা ছন্দমের নজরুল জয়ন্তী। বর্ধমানের বিশিষ্ট নৃত্য সংস্থা ছন্দম মর্যাদার সঙ্গে পালন করলো কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন। বর্ধমান শহরে ছন্দমের নিজস্ব অলকানন্দ হলে বর্ণময় নজরুল জয়ন্তী উপস্থিত সকলকে স্পর্শ করে। ছন্দমের কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহেবুব হাসান অনুষ্ঠানের নান্দনিক সূচনা লগ্নে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। কথায়, গানে, কবিতায় অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। নিম ফুলের মৌ, কারার ঐ লৌহ কপাট, সৃজন ছন্দে, শুকনো পাতায় নূপুর পায়ে, পরদেশী মেঘ যাও রে চলে বিভিন্ন নৃত্য পরিবেশন করে সংস্থার শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করে ইন্না রুকাইয়া ও মেহেবুব হাসান। আবৃত্তি পরিবেশন করে প্রত্যুষা ঘোষাল, আমিন মেহেবুব সৃজন। সংগীত পরিবেশন করে পাপিয়া ব্যানার্জি ও স্বস্তিকা ঘোষ। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন চন্দনের অধ্যক্ষ স্বয়ং মেহবুব হাসান।