|
---|
লুতুব আলি, বর্ধমান, ৪ সেপ্টেম্বর : বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা প্যা য়া রা বিনামূল্যে ডায়েট ক্যাম্প করল। বর্ধমানের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংস্থা প্যা য়া রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৪ সেপ্টেম্বর বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বিনামূল্যে ডায়েট ক্যাম্প ও পথ চলতি মানুষদের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনটির সম্পাদক প্রলয় মজুমদারের উদ্যোগে এবং তাঁর ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় সেপ্টেম্বরের গোটা সপ্তাহ জুড়ে জনসাধারণকে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে বিনামূল্যে পাঠ দেওয়ায় বর্ধমান শহরে ব্যাপক সাড়া ফেলেছে। এদিন বর্ধমান শহরের পারবিরহাটা ও বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় দুটি বিনামূল্যে ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয়। বিশিষ্ট ডায়েটিশিয়ান দেবলীনা ঘোষ, অরুনিমা লাহা, শফিকুর রহমান, কোয়েল হাজরা প্রমূখরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের ডায়েট চার্ট তৈরি করেন ও পথচলিত মানুষের ডায়েট কাউন্সেলিং করেন। রবিবার ছুটির দিনে হাতে বিনামূল্যে ডায়েট চার্ট পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রথম বর্ষের ছাত্রী মোনালিসা যশ বলেন, অনেকদিন ধরেই ওজন কমানোর কথা ভাবছিলাম তাই আজ ডায়েট চার্ট হাতে পেয়ে খুব ভালো লাগছে। সংগঠনটি সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ওবেইদুল্লা বলেন, সাধারণ মানুষ খাদ্য সম্পর্কে সচেতন না হলে কোনদিন রোগ মুক্তি সম্ভব নয়, আর তাই পথে নেমে আমরা আপামর মানুষকে বোঝাতে চাইছি সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব। স্বেচ্ছাসেবী সংগঠন টির অন্যতম সদস্যা অঙ্কিতা সাম বলেন, মূলত খাবারের কারণেই অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েন, পথে নেমে এ ব্যাপারে আমরা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এছাড়াও এদিন স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে রাজবাড়ী থেকে বড়বাজার মসজিদ পর্যন্ত একটি র্যালি, পোস্টার প্রদর্শন ও আলোচনার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ওয়াসে ফ আলি, কোষাধক্ষ্য চৈতালী ঘোষ প্রমুখ।