|
---|
লুতুব আলি, বর্ধমান, ৩ জানুয়ারি : বর্ধমান শহরের উপকণ্ঠে দামোদর নদীর চড়ে বিদ্যাসাগর ফুটবল ময়দানে র হুচুক পাড়ার মাঠে দুস্থদের নিয়ে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা, পিকনিক ও শীত বস্ত্র বিতরণ। আয়োজক : বর্ধমান সদর প্যা যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। এই আয়োজনে সকলকে স্বাগত জানান সংস্থার কর্ণধার তথা সম্পাদক প্রলয় মজুমদার ও তাঁর গুণমুগ্ধ ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, বর্ধমান শহর ও সংলগ্ন এলাকা র যাদের ষাট বছর বয়স অতিক্রান্ত হয়েছে তাদের নিয়ে ১৭০ জন গরিব দুস্থ মানুষদের এই আয়োজনে বসে করে এনে হাজির করানো হয়েছিল। মিষ্টি মাখা রৌদ্রে এই অসহায় মানুষদের জন্য আয়োজন করা হয়েছিল হাড়ি ফাটানো, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি। এই শ্রেণীর মানুষেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আহ্লাদে ফেটে পড়েন। সংস্থাটির উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য তারা দুহাত তুলে আশীর্বাদ ও করেন। এদিনের দুপুরের খাবারের মেনুতে ছিল : ভাত, মুরগির মাংস, ডাল, ফুলকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড় শেষ পাতে ছিল রসগোল্লা। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, যৌথভাবে এক বৃহত্তর পরিবার হয়ে এই আয়োজন সকলকেই মানসিকভাবে শক্তিশালী করে এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে মোমিনা বিবি, পারুলি দে, মহাদেব বাউরী, গীতা চক্রবর্তী প্রমুখরা এই উদ্যোগকে অবিনতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংস্থার সদস্য অনিমেষ মন্ডল, প্রাণময় পাল, অভি পাল, গৌতম বিশ্বাস, রাজু ঘোষ রা বলেন, এমন একটি সৃজনশীল সংস্থায় যুক্ত হতে পেরে গর্ব অনুভব করছি। সংস্থার সদস্য অঙ্কিতা সাম জনসংযোগ স্থাপন করে থাকেন। অঙ্কিতা সাম বলেন, কেবলমাত্র প্রচারের আলোয় আসার জন্য এই সংস্থাটি কাজ করে না। নিরবে নিভৃতে অসহায় মানুষদের পাশে থেকে পরিষেবা দিয়ে আসছে। সংস্থাটি অসহায় মানুষদের কাছে একটি প্রাত্যহিক বন্ধু হিসেবে পরিগণিত হয়েছে।