বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা প্যায়ারার দূর্গা পূজায় মাতৃ বন্দনা।

লুতুব আলি, বর্ধমান, ৩ অক্টোবর : পূর্ব বর্ধমানের অগ্রজ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি অন্য এক দুর্গাপুজো সমাজের পিছিয়ে পড়া অবহেলিত ও আর্থিকভাবে বিপন্ন মায়েদের শহরের বিভিন্ন পল্লী থেকে তুলে এনে দুর্গা পুজো পরিক্রমা করালেন, খাবারের প্যাকেট ও নতুন জামা কাপড় তুলে দিলেন। দুর্গা পুজো এখনো যাদের কাছে আড়ম্বর বলে মনে হয় সেই সমস্ত মায়েদের বিশেষ মর্যাদা দিল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। ৫৪ জন দুস্থ গরিব মা যারা মূলত লোকের বাড়িতে কাজ করতেন কিন্তু এখন আর বয়সের ভারে কোন কাজই তারা করতে পারেন না, একপ্রকার তারা অক্ষমতার জায়গায় গিয়ে পৌঁছেছেন। এই শ্রেণীর মায়েদের নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মাতৃ বন্দনার আয়োজন করেছিল। মায়েদের বিনামূল্যে বাসে করে বর্ধমান শহর ও বড়শুলের বিভিন্ন পুজো মণ্ডপ গুলি ঘুরিয়ে ঠাকুর প্রদর্শন করালেন। প্রতিটি মণ্ডপে পুষ্প বৃষ্টি ও চন্দনের টিকা পরিয়ে মায়েদের অভিনব ভাবে বরণ করা হয়। প্রতি প্যান্ডেলে মায়েদের হাতে সোয়াবিন, মুসুর ডাল, সুজি, ছাতু, বাদামের প্যাকেজ ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন টি র সামাজিক কাজের অভিনব পন্থা দেখে পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো বড়শুল জাগরনীর সম্পাদক খুশি হয়ে কিছু নগদ অর্থ তুলে দেন। বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘের সম্পাদক সব রকমের সাহায্যে আশ্বাস দেন। সকলেই যখন প্রিয়জনদের সঙ্গে বাড়িতে থেকে দুর্গা পুজো আনন্দ উপভোগ করছেন সেই সময় এই সংগঠনটি রাস্তায় নেমে সমাজের অবহেলিত নিপীড়িত আর্থিকভাবে বিপন্ন মায়েদের নিয়ে পুজো পরিক্রমা করাচ্ছেন এ যেন অন্য এক পূজোর অনুভূতি সঞ্চারিত হচ্ছে। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় এ এক বিরল দৃষ্টান্ত। সংগঠনটির কর্ণধার প্রলয় মজুমদার বলেন, সারাবছর ধরেই তাঁদের এই সামাজিক কাজের আন্দোলন অব্যাহত থাকে। অনুষ্ঠানের উপস্থিত সংস্থার সদস্যা সুপ্রীতি সরকার বলেন, এমন দুর্গাপূজা জীবনে এই প্রথম দেখা। সংস্থার বিশেষ সদস্য পূর্ণিমা মজুমদারের প্রতিক্রিয়া : সংগঠন কি যে আঙ্গিকে দুর্গাপূজাকে উপহার দিচ্ছেন এই ধরনের আয়োজন সার্বিকভাবে হলে তবেই মায়ের পূজা প্রকৃত অর্থে সার্বজনীন রূপ পাবে। মায়েদের মধ্য থেকে আরতী বাগ, মধুবালা বাউরী বলেন, এমন বিরল সম্মান জীবনে তারা কখনো পাননি। পূজা পরিক্রমা অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্কিতা সাম, অঙ্কুশ কবিরাজ, সুদীপ মন্ডল, নার্গিস লায়েক, দেবশ্রী পাল, ঐন্দ্রিলা সাধুখাঁ, মনীষা মন্ডল প্রমুখ।