|
---|
লু তুব আলি : স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা’মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা দিল। বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সহযোদ্ধা’২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় বর্ধমানের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করল।১১ জুন বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে এই মনোজ্ঞ অনুষ্ঠানটি হয়। এদিন কিশোর-কিশোরীদের বসে আঁকো প্রতিযোগিতায় শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের ডিএসপি ট্রাফিক রাকেশ কুমার চৌধুরী। এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্ধমানের ছয় জন মাধ্যমিকে কৃতিত্ব অর্জন করায় তাদের সকলকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মাধ্যমিকে যুগ্মভাবে রাজ্যের প্রথম স্থানাধিকারী রৌণক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে পঞ্চম স্থান অধিকারী সামিয়া ইয়াসমিন ও দশম স্থানাধিকারী শৌণক ব্যানার্জিকেও সম্বর্ধিত করা হয়। বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা ব্যানার্জি, বিশিষ্ট সাংবাদিক ও এই সংগঠনের সভাপতি ঋষি গোপাল মন্ডল এবং বিশিষ্ট সাংবাদিক ও এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য জগন্নাথ ভৌমিক রা জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিবছরই নির্দিষ্ট দিনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু এবারে বিশ্ব পরিবেশ দিবসের অব্যবহিত পরেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়ে যায়। তাই বিশ্ব পরিবেশ দিবসের মান্যতা দিয়েই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁরা আরও জানান, পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মসূচি বর্ধমান মহিলা থানার সঙ্গে স্বয়ংসিদ্ধা নামে আর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বর্ধমান সহযোদ্ধা’ ওতপ্রোতভাবে কাজ করে নজির সৃষ্টি করে চলেছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আই সি বনানী রায়, বর্ধমান পৌরসভার পৌর পিতা পরেশ চন্দ্র সরকার, বর্ধমান সহযোদ্ধার সহ-সভাপতি ও বিশিষ্ট নৃত্যশিল্পী মেহবুব হাসান, বিশিষ্ট সাংবাদিক তারক নাথ রায়। এদিনের বসে আঁকো প্রতিযোগিতা দুই বিচারক কুশল বণিক ও শুভ দত্ত এবং যোগ নৃত্যশিল্পী গৌতমি দাস কে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা সভাপতি শেখ পিন্টু, সোমনাথ ভট্টাচার্য, প্রশান্ত ধীবর, সুচিত্রা মাল প্রমুখ।