বর্ধমান শহর সপ্তাহে তিন দিন দোকান খোলার নির্দেশ জারি

সেখ সামসুদ্দিন :  ৭ জানুয়ারি আজ পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক এক নির্দেশে বর্ধমান শহরের ব্যবসায়ীদের রবিবার সহ সপ্তাহে চারদিন দোকান বন্ধ এবং তিনদিন খোলার এক বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে শহরের সমস্ত রাস্তার বামদিকের দোকানগুলি সোম, বুধ, শুক্র এবং ডান দিকের দোকানগুলি মঙ্গল, বৃহস্পতি, শনি বন্ধ থাকবে। এর মধ্যে উল্লাস মোড় থেকে নবাবহাট পর্যন্ত বামদিকের দোকানগুলি সোম, বুধ, শুক্র বন্ধ থাকবে এবং ডান দিকের দোকানগুলি মঙ্গল, বৃহস্পতি, শনি খোলা থাকবে। বি সি রোড, কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বামদিকের দোকান সোম, বুধ, শুক্র বন্ধ এবং ডান দিকের দোকান মঙ্গল, বৃহস্পতি, শনি বন্ধ। আর বি ঘোষ রোড থেকে হসপিটাল সোম, বুধ, শুক্র বাম দিক এবং ডানদিক মঙ্গল বৃহস্পতি শনি বন্ধ থাকবে। কোর্ট কম্পাউন্ড, এসপি অফিস, ডিএম অফিস সংলগ্ন এলাকায় মঙ্গল, বৃহস্পতি, শনি বন্ধ থাকবে। সুপার মার্কেটের ভিতরে রবিবার ছাড়া ফিফটি পার্সেন্ট দোকান জোড়-বিজোড় দিনে খোলা বন্ধ রাখা যাবে। সমস্ত রাস্তার ধারে সমস্ত ব্যবসা রবিবার বন্ধ থাকবে। ১০ জানুয়ারি মাছ, সবজি, মিষ্টি ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখা হয়েছে এবং ওই দিন তাদের নিয়ে আরটিসি হলে একটি সভার ডাক দেওয়া হয়েছে। ঐ সভায় সিদ্ধান্ত গ্রহণ হবে সবজি, মিষ্টি ও মাছ ব্যবসায়ীদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। সমস্ত প্রকার ঔষধের দোকান রাজ্য সরকারের নিয়ম মতো খোলা থাকবে। নাইট কার্ফু কার্যকর করতে পুলিশ জোরদার নজরদারি চালাবে। প্রত্যেক দোকানে বা প্রতিষ্ঠানে নো মাস্ক নো সেল ঝোলাতে হবে। এই সার্বিক বিষয়ে পুলিশ, প্রশাসন, পুরসভা, বাজার কমিটি, এক্সিকিউটিভ অফিসার, সহ সকলকে নজরদারির মাধ্যমে যথাযথভাবে নিয়ম মেনে দোকান খোলা হচ্ছে কিনা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।