|
---|
লুতুব আলি, বর্ধমান,২৫ নভেম্বর : বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে ২৫ নভেম্বর বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু ময়দানে শুরু হল রাইস মিল মেশিনারির আন্তর্জাতিক এক্সপো ২০২২। এই এক্সপোর উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আব্দুল মালেক বলেন, পূর্ব বর্ধমানের ৫০০ জন রাইসমিনের মালিকরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে রাইস মিল পরিচালনার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। দেশ-বিদেশের ১৭০ টি প্রদর্শনী স্টল বসেছে। আমেরিকা, জাপান, চীন, স্পেন, টার্কি সহ উন্নত দেশ গুলি থেকে উন্নত মানের রাইস মিল যন্ত্রাংশের প্রদর্শনী মেলা বসেছে। তিনি আর ও জানান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সংগঠনটি বিভিন্ন জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। বিশেষ করোনা কালে হাজার হাজার দুস্থ মানুষদের বিনামূল্যে অন্য ও বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, জেলা খাদ্য নিয়ামক অসীম নন্দী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, বর্ধমান থানার আই সি সুখময় চট্টোপাধ্যায়, এক্সপোর তত্ত্বাবধায়ক ভূপেশ গুপ্ত। দেবু টুডু জানান, রাজ্যে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কৃষকদের বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের শত বিরোধিতা সত্ত্বেও রাজ্য কৃষিতে দিল্লি থেকে পুরস্কার ছিনিয়ে আনছে। জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানান, রাইস মিলাররা পূর্ব বর্ধমানে উন্নত মানের রাইস মিলের প্রযুক্তির কারখানা করতে চাইলে তিনি সর্বতভাবে সহযোগিতা করবেন। পুলিশ সুপার কামনাসিস সেন ও এই এক্সপো নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এই এক্সপো চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সংগঠনের কর্মকর্তারা আশা করছেন এই এক্সপো থেকে এবার ১০০ কোটি টাকার ব্যবসা হবে। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্থ নন্দী,জন্মেঞ্জর খাঁ, গফুর আলী খাঁ, রাজকুমার শাহানা, কাঞ্চন সোম, মথুর লাল কেশ প্রমুখ। এই এক্সপকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেন সুব্রত মন্ডল, কিরণ শংকর মন্ডল, বংশী বদন সাম, কাঞ্চন সোম, জয়দেব বেতাল, সুকুমার শাহানা প্রমুখ। উল্লেখ্য, সংগঠনের সভাপতি বর্ষীয়ান দেবনাথ মন্ডলের অবদান প্রসঙ্গে ভুয়সী প্রশংসা করা হয়। এক্সপোর সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও বিশিষ্ট শিল্পী ঋক ও অঙ্কিতার অনুষ্ঠান থাকছে।