|
---|
রোদ্দুর ইসলাম: মেমারি : ২৩ জানুয়ারি, নবম বর্ষ বর্ধমান মাঘ উৎসব বর্ধমান টাউনহল ময়দানে অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৯ জানুয়ারি।২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী দিবসে ২-০০ টা থেকে ৪-০০টা পর্যন্ত সাহিত্য সভা আয়োজিত হয়।কবি-নাট্যকার অশোক কুমার বর্মনের তত্ত্বাবধানে প্রখ্যাত সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর সুললিত সঞ্চালনায় সাহিত্য সভার সূচনা ও সমাপ্তি ঘটে এই দু ঘন্টার মনোজ্ঞ সাহিত্য সভার।মধ্য পর্বে সায়ন্তি হাজরা,সেখ জাহাঙ্গীর এবং কল্পনা রায় এই তিন পরিচিত ব্যক্তিত্ব সঞ্চালনায় অংশগ্রহণ করে সাহিত্য সভাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যান। অশোক কুমার বর্মন,তাপস ভূষণ সেনগুপ্ত, নমিতা রাউত, শিবরাম মজুমদার,ডাঃ সদরুল আলম, কাশীনাথ গাঙ্গুলি, কল্পনা রায়, তাপস কুমার পাল,সেখ জাহাঙ্গীর, সুফি রফিক উল ইসলাম, কমলেন্দু পাল, চিরঞ্জীব ঘোষ,বরুণ মজুমদার, শৈলেন মুখার্জি, পার্বতী মিত্র, করবী রায়,মন্দিরা মুখার্জি,শুক্লা গাঙ্গুলি,নন্দিতা সাহু, সবিতা গোস্বামী,সৌম্য পাল, সেখ মালেক জান,সেখ আজিমুল হক ,অভিজিৎ দাশগুপ্ত, অশোক কুমার সরকার প্রমুখ প্রায় চল্লিশ জন স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করে সাহিত্য সভাটিকে মনমুগ্ধকর করে তোলেন। সভার সমাপ্তি পর্বে বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর নেতাজি সুভাষের উপর ছোট্ট অথচ মনোগ্ৰাহী নিবেদন অনুষ্ঠানটি কে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।