বর্ধমানের তেজগঞ্জ হাইস্কুলে দুস্থ পড়ুয়াদের আর্থিক সহায়তা।

লুতুব আলি : পূর্ব বর্ধমানের তেজ গঞ্জ হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ এ এক গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী জানান, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুওর ফান্ডের শুভ উদ্বোধন হয়। মূলত গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় এর জুলজি বিভাগীয় প্রধান প্রফেসর ড: কৌশিক ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আশীষ মজুমদার সহ দুই সমাজ সেবী সঞ্চিতা সরকার ও শতরূপা রায় বসু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিতাই চন্দ্র কাইতি বিদায়ী শিক্ষিকা সুপর্ণা দত্ত মজুমদার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দ। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সদ্য প্রাক্তন শিক্ষিকা সুপর্ণা দত্ত মজুমদার তাঁর মায়ের স্মৃতিতে পুওর ফান্ডে ১০ হাজার টাকা প্রদান করেন। শতরূপা রায় দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা তেজগঞ্জ হাই স্কুলের এই মহতী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ চক্রবর্তী এই কাজে অগ্রণী ভূমিকা পালন করায় তাঁকেও কৃতজ্ঞতা জানানো হয়।