|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান থানার আই. সি দিব্যেন্দু দাস শীতবস্ত্র প্রদান করলেন। শীতের হিমেল ছোঁয়া আগমনের সঙ্গে সঙ্গে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল দুস্থদের বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ। সমগ্র এই অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা করেছেন বর্ধমান থানার আই. সি দিব্যেন্দু দাস। দিব্যেন্দু বাবুর কন্যার জন্মদিন উপলক্ষে ২০০ জন দুস্থ মানুষদের বিনামূল্যে কম্বল দান ও মিষ্টিমুখ করানো হয়। শীত বস্ত্র নিতে এসে দুঃস্থ মানুষেরা জানান, সিট পড়তে না পড়তেই কম্বলের মধ্য দিয়ে যে উষ্ণতার ছোঁয়া তারা পেলেন তা সত্যিই তাদের কাছে অনেক মূল্যবান। সংস্থা সম্পাদক প্রলয় মজুমদার বলেন, আমরা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থেকে সেবা কাজ চালিয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেকটি সময় এভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আগামী দিনেও আমাদের সেবা কাজ এভাবেই চালিয়ে যাবো। দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আই সি দিব্যেন্দু দাস। তাঁর কন্যার জন্মদিন উপলক্ষে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুস্থ মানুষদের শীতবস্ত্র তুলে দিতে পেরে তিনি খুশি হয়েছেন। পুলিশের চাকরি করেও তিনি জনসেবার কাজে নিযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ানোয় অনুষ্ঠানের উপস্থিত সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে স্বর্ণশ্রী চ্যাটার্জি, ঐন্দ্রিলা সাধুখাঁ, দ্যুতি কোনার প্রমুখ। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, সমাজের বিভিন্ন স্তর থেকে দুস্থ মানুষদের সহায়তা করার জন্য এগিয়ে এলে সমাজের প্রভূত উন্নতি সাধন হবে।