বর্ধমানের উপকণ্ঠে বড়শুল টেলিফোন এক্সচেঞ্জে আগুন।

লুতুব আলি, বর্ধমান : ২৮ ফেব্রুয়ারী, বর্ধমানের উপকণ্ঠে শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল টেলিফোন দপ্তরে ২৮ ফেব্রুয়ারি বিকালে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার অব্যবহিত পরই ঢিল ছোঁড়া দূরত্বে বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে সভাপতি অরুন গোলদার, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস, শক্তিগড় থানার ওসি দীপক সরকার, কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বি ডি এম ও ঘটনাস্থলে ছুটে আসেন। শক্তিগড় থানার ও. সি দীপক সরকার, জয়েন্ট বি.ডি. ও রাম দাস এই প্রতিবেদক কে জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সমস্ত ইলেকট্রিক কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হয় তার ফলে বড় রকমের দুর্ঘটনা এড়ানো গেছে। বর্ধমান থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন লাগার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি ছোট ছোট দোকান ও ঘরবাড়ি থেকে মানুষ বেরিয়ে পড়ে। পুলিশ, প্রশাসন ও দমকলের প্রচেষ্টায় বিকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসন আগুন লাগার কারণ খতিয়ে দেখছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।