|
---|
লু তুব আলি : বর্ধমান উত্তরে বিধায়ক নিশীথ কুমার মালিকের নেতৃত্বে ধিক্কার মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও একশ দিনে কাজের বকেয়া পাওনা দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাল এই এলাকার তৃণমূল নেতৃত্ব। নেতৃত্ব দেন নিশিত কুমার মালিক। ক্যেমরি হাসপাতাল থেকে ঘরদৌড় চটি পর্যন্ত এই মিছিল হয়। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশ্চিত কুমার মালিক বলেন, কেন্দ্র অবিলম্বে একশ দিনে কাজের বকেয়া টাকা না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই মিছিলে অংশ নেন বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, সৌভিক পান, শক্তিপদ পাল, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার, বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, আজাদ রহমান, শেখ রাজু, শেখ মোহাম্মদ হাবিব, শেখ রতন,প্রাক্তন বিধায়ক ও বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল প্রমুখ।
বর্ধমান দক্ষিনে বিধায়ক খোকন দাসের নেতৃত্বে মিছিল। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বর্ধমান শহরে একই দাবিতে মহা মিছিল হয়। বর্ধমান টাউন হল থেকে এই মিছিল শুরু হয়ে শহরের উত্তরপত্র পর্যন্ত যায়। শেষে একটি জনসভায় ভাষণ দেন খোকন দাস। এই প্রতিবেদককে খোকন দাস জানান, বর্ধমান শহরের প্রত্যেকটা ওয়ার্ড থেকে তৃণমূল কর্মী, সাধারণ মানুষ এবং একশ দিনে কাজের বঞ্চিত শ্রমিকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিহারেন্দ্র আদিত্য, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার প্রমুখ।
জামালপুরের কাজের মানুষ কাছের মানুষ মেহমুদ খানের নেতৃত্বে ধিক্কার মিছিল। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এ দিন হারালা মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হয়। এই মিছিলে প্রায় ত্রিশ হাজার মানুষ অংশগ্রহণ করেন। জামালপুর বাস স্ট্যান্ড দামোদর নদের ব্রিজের উপর এক বিরাট জনসভা হয়। এই জনসভায় ভাষণ দেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুরের বিধায়ক অলক মাঝি, ব্লক যুব তৃণমূল সভাপতি ভূতনাথ মালিক, শাহাবুদ্দিন, লালু হেমরম প্রমুখ। আবুঝাটি ১নং অঞ্চলের তৃণমূলের সক্রিয় কর্মী রমজান শা বলেন, আমাদের নেতা মেহমুদ খানের নেতৃত্বে এদিন ঐতিহাসিক জনা সমাবেশ অনুষ্ঠিত হয়।