বর্ধমান উত্তরে চালু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা

লু তুব আলি : বর্ধমান উত্তরে চালু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। দুয়ারে রেশন পরিষেবার পর এবার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দিতে গ্রামে গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বৃহস্পতিবার দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর অঞ্চলের কোরার কাদি গাছা উপস্বাস্থ্য কেন্দ্র ও বৈকন্ঠপুর ১নং অঞ্চলের অন্তর্গত গাংপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। গতকাল রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলায় আনুষ্ঠানিকভাবে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় এই প্রতিবেদককে জানান জেলায় ২২৯ টি উপস্বাস্থ্য কেন্দ্র দ্রুত চালু করতে এখন প্রতিদিনই এই জেলার বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র গুলি উদ্বোধন চলতে থাকবে। উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পর বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, মুখ্য স্বাস্থ্য কেন্দ্র গুলির চাপ কমাতে এই উপস্বাস্থ্য কেন্দ্র গুলি চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি পরিষেবা গুলিকে সাধারণ মানুষের ঘরের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। নিশিথ বাবু আরও জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র বদ্ধপরিকর। বর্ধমান ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার জানান, এই ব্লকে দশটি উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এদিনের দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ যশ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, শক্তিপদ পাল, সৌভিক পান, বৈকন্ঠপুর ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা, উপ প্রধান জয়দেব ব্যানার্জি, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুছন্দা রায় প্রমুখ।