|
---|
এম এস ইসলাম,বর্ধমান : তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের ঐতিহ্যশালী বর্ধমান ভবনে। আগামী ১২ ই নভেম্বর পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে হাজারের বেশি মানুষকে রক্ত দান করানোর উদ্দেশ্যে এবং আগামী পঞ্চায়েত ভোট তৃণমূল প্রার্থীদেরকে জয়লাভ করানো ও সাংগঠনিক আলোচনা সংঘটিত হয় এই সভায়। এই সভায় নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফ উদ্দিন বাবু । যিনি সমাজ সেবায় জেলা তথা রাজ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব বর্ধমান জেনারেল সেক্রেটারি খন্দকার ফজলুর রহমান, বেলকাস অঞ্চলের প্রধান জাহানারা খাতুন , রাহুল মাইলি, শাহানা পারভীন মোহাম্মদ শামীম, তরণবীর সিং,গোবিন্দর সিং জাগ্গি ,কামরুজ্জামান ,গোলাম সফিউদ্দিন , সইফুদ্দিন চৌধুরী ,ইমরান কায়ুম ,হাফিজুর রহমান সহ পূর্ব বর্ধমান জেলার 25 টি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতিরা । তারা প্রতিজ্ঞাবদ্ধ হন আগামী 12 নভেম্বর রক্তদান শিবির করে রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে জেতাবার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন। পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফুদ্দিন বাবু বলেন তারা সারা বছর ধরে মানুষের সঙ্গে কাজ করেন, যেকোনো বিপদ আপদে মানুষ আমাদেরকে পায়। রক্তদান ছাড়াও তারা অন্যান্য অনেক সামাজিক কাজ করে থাকেন। আগামী 12 নভেম্বর টাউন হল ময়দানে পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেল হাজারের বেশি মানুষ কে নিয়ে রক্তদান শিবির করে এক দৃষ্টান্ত স্থাপন করবে।