|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৭ নভেম্বর : বর্ধমান রাইস মিল এসোসিয়েশন আয়োজিত, রাইস মিল মেশিনারির আন্তর্জাতিক এক্সপো ২০২২ র সমাপ্তি অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের দুই ভূমিপুত্র মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার ও জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এশিয়া মহাদেশের মধ্যে বর্ধমান জেলা ধান উৎপাদনে প্রথম সারিতে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম। পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থাপনার পরিকাঠামো কেন্দ্রের বিমাত্রিক আচরণের ফলে বিপর্যস্ত। শত প্রতিবন্ধকতাকেও উপেক্ষা করে পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, দেশে যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি সরকার আছে সেই সব রাজ্য গুলির উৎপাদিত চাল বিদেশে রপ্তানি করতে কেন্দ্র সহযোগিতা করছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে চাষী ও রাইস মিল মালিকেরা ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছেন। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদারও অভিযোগ করেন, কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বারবার চিঠি লিখেও কোন কাজ হচ্ছে না। বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন, রাইস মিল গুলির আধুনিকীকরণের ব্যাপারে তাঁদের সংগঠন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্ধমানের এই এক্সপো থেকে ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। দেশ-বিদেশের ১৭০ টি স্টল প্রদর্শনীতে ছিল। অনুষ্ঠানের সংগঠনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান পার্থ নন্দী, গফুর আলী খাঁ,জন্মেঞ্জ র খাঁ, সুকুমার মন্ডল, জয়দেব বেতাল, পলাশ সাহানা, কিরণশঙ্কর মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা ডিআইসি ম্যানেজার অভিজিৎ কর, মনিশ আগারওয়াল, ভূপেশ গুপ্ত, সুরিন্দার গুপ্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দূরদর্শনের ঘোষিকা মধুবন চক্রবর্তী।