|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পূর্ব বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং শিব শংকর সেবা সমিতির যৌথ সহায়তায় এবং বড়ৈনান আমরা সবাই সংঘের উদ্যোগে বড়ৈনান গ্রামের আয়োজিত হলো বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। অন্যদিকে জাতীয় পুষ্টি মাস উপলক্ষে মানুষকে খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করা হয়। ড. গিস্পতি চক্রবর্তী স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত মানুষদের সঠিক খাদ্যাভাস সম্পর্কে সচেতন করেন। সোসাইটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে মানুষকে পরিষেবা দিতে সর্বদা সচেষ্ট থাকে। বানভাসি এলাকায় স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেয়ার জন্য সোসাইটির পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে।