বর্ধমানে আইএনটিটিইউসি’র কৃষি আইন বিরোধীতায় মহামিছিল

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধীতায় মহামিছিল করে তৃণমূল কংগ্রেসের জেলা আইএনটিটিইউসি। মহামিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের আইএনটিটিইউসির সভানেত্রী, সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী, জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ, কৃষি আইনের বিরোধীতায় মানুষকে সতর্ক করেন। জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী, আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদ প্রমুখ।

    বর্ধমান শহরের গোলাপবাগ থেকে স্টেশন পর্যন্ত মহামিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। লড়াকু নেত্রী হিসেবে সর্বজনবিদিত দোলা সেন কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও লাভ জনক সরকারী সংস্থাকে বেসরকারী হাতে দেওয়ার তীব্র বিরোধীতা করেন। বক্তব্য রাখেন তৃণমূল নেতা খোকন দাশ। তিনি কৃষি আইন গুলো কে কৃষক বিরোধী বলে আখ্যায়িত করেন। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, কেন্দ্রের কৃষি আইনে কৃষকরা ভূমিদাসে পরিণত হবেন। সভাপতি ইফতিকার আহমেদ কৃষি আইনের বিরুদ্ধে জোরদার আন্দোলনের আহ্বান জানান। মহামিছিলের ফলে জেলার সদর শহরে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। বক্তা গণ এর জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলাবাহুল্য, নির্বাচন মুখী শহরের মহামিছিলে ব্যাপক সমাগম দেখে জেলার রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, অনেকটা গুছিয়ে অনেক আগে থেকেই নির্বাচনী ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। স্পষ্টত, মহামিছিল কে কেন্দ্র করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আলোচনার বিষয় হয়ে উঠেছে।