|
---|
সেখ সামসুদ্দিনঃ বর্ধমান শহরে বহুজন ক্রান্তি মোর্চার মিছিল এবং কার্জন গেটের সামনে বহুজন ক্রান্তি মোর্চার পথসভা হয়। মনীষা বাল্মীকির ন্যায়বিচার এবং দেশজুড়ে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সমাজের মানুষদের প্রতি অত্যাচারের প্রতিবাদে সারা দেশের ৩১ রাজ্যের ৫৫০ জেলায় মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মোট চার দফায় আন্দোলন চলছে । ৮ অক্টোবর – ভারতের ৫৫০ জেলায় ধর্না, ১৫ অক্টোবর – ভারতের ৫৫০ জেলায় মিছিল, ২২ অক্টোবর – উত্তর প্রদেশ বনধ এবং ৩০ অক্টোবর – ৫৫০ জেলায় জেল ভারো আন্দোলন করা হবে। সারা দেশ জুড়ে এসসি, এসটি, ওবিসি ও মাইনরিটি সমাজের মানুষদের উপরে অত্যাচার করে চলেছে ব্রাহ্মণ্যবাদী শাসকবর্গ । ১৫% উচ্চবর্ণের মানুষ প্রশাসনিক ক্ষমতার জোরে 85% মূলনিবাসী মানুষদের উপরে অত্যাচার করে চলেছে। তাই এসসি, এসটি, ওবিসি ও মাইনরিটি সমাজের মানুষদের একজোট হয়ে তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মূলনিবাসী মহিলা সংঘের রাজ্য সভানেত্রী মধুমিতা বাগদি, ভারতীয় বিদ্যার্থী মোর্চার পশ্চিমবঙ্গ মহাসচিব অমৃত রুইদাস, ভারতীয় যুব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সদস্য সঞ্জয় মন্ডল, ভারত মুক্তি মোর্চার কর্মকর্তা রণজিৎ মন্ডল, বহুজন ক্রান্তি মোর্চার পূর্ব বর্ধমান জেলা সংযোজক লক্ষী নারায়ণ কোঁড়া, রাষ্ট্রীয় মুসলিম মোর্চার কর্মকর্তা শেখ সইফুদ্দিন সহ সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।