|
---|
লুতুব আলি : পূর্ব বর্ধমানের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গুরুপের ২১তম খন্ডবন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল খণ্ডঘোষের কাকুনিয়া গ্রামে। শুভ উদ্বোধন করেন বর্ধমানের বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: কৌস্তুভ নায়েকের কাকিমা সুলেখা নায়েক। পৌরহিত্য করেন জাতীয় শিক্ষক তথা গাছ গ্রুপের পুরোধা গাছ মাস্টার অরূপ চৌধুরী। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারি বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুকল্যাণ বসু ও বাঁকুড়া জেলার ইন্দাস পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভেন্দু কোনার। উল্লেখ্য, ডা: কৌস্তুভ নায়েকের কাকুনিয়া গ্রামের জন্ম ভিটের পুকুরপাড়ে এদিন মেহগিনি, কাঁঠাল বৃক্ষ শিশু রোপন করা হয়। এদিনের বৃক্ষরোপণে ৫০ টি মেহগিনি বৃক্ষ শিশু প্রদান করেন ভান্ডারডিহি পাঁচকরিবালা বিদ্যামন্দিরের শিক্ষক সবুজ কর্মী কালিদাস মল্লিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ইচ্ছা পনের হাজার মেহগিনি গাছ তিনি রোপন করতে চান। সব গাছগুলোই তিনি ব্যক্তিগতভাবে প্রদান করবেন। এ প্রসঙ্গে গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, সবুজ কর্মী বিশিষ্ট শিক্ষক কালিদাস মল্লিক দামি মেহগিনি গাছ কিনে বৃক্ষরোপনের জন্য দান করেছেন। তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তাঁর এই প্রয়াসকে গাছ মাস্টার বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন। এদিন মেহগিনি ছাড়াও বেশ কয়েকটি কাঁঠাল গাছ ও লাগানো হয়। উল্লেখ্য, গাছ গ্রুপের সবুজ সদস্যদের অধিকাংশই শিক্ষক, অধ্যাপক। প্রতি রবিবার নিয়ম করে তাঁরা পূর্ব বর্ধমান জেলার কোনো না কোনো ব্লকে গাছ গ্রুপের এই সবুজকর্মীরা বনসৃজন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এ দিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের স্বেচ্ছাসেবী সংস্থা আলো ও আশা ফাউন্ডেশনের সম্পাদক মফিজুল আহাম্মদ, বর্ধমানের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা গাছ গ্রুপের সবুজ কর্মী সুহাস সামন্ত, জোৎসাদী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুভাষ ঘোষ, গাছ গুরুপের সদস্য বিশিষ্ট শিক্ষক রাজেশ হালদার, অরূপ সাহা, আবজেল মন্ডল, প্রিয়ব্রত পাঁজা, শেখ মিসকিন আলী, সুফি আলম মুন্সি, শেখ ইসমাইল, নিশ্চিন্তিপুর হাই মাদ্রাসার শিক্ষক সুরজ আলী প্রমুখ। বৃক্ষরোপনের শেষে খণ্ডঘোষের কুঞ্জনগর এর খেদমজুর পরিবারের ছেলে শেখ ডাক্তারিতে পড়ার সুযোগ পাওয়ায় তাকে গাছ গ্রুপ ও আলো আশা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় শেখ সঞ্জীবকে ।