|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান : শনিবার বৈকাল ৩ঘটিকায় সেনেরডাঙ্গা রাজ রাজেশ্বর হিমঘরে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো ।উক্ত বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী কমিটির সভাপতি দেবু টুডু , কালনা শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু , কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায়। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।