|
---|
নুরউদ্দিন:রায়দিঘী : জানাযায় মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়দানগরের বাসিন্দা অর্জুন বৈরাগী, পুনেল বৈদ্য ,লক্ষী বৈরাগী সহ বহু প্রাপকরা তারা একাধিকবার দরখাস্ত জমা দেওয়ার পরে পাচ্ছে না বার্ধক্য ভাতা, তাদের থেকে অভিযোগ উঠে এসেছে তারা বিজেপি করায় পাচ্ছেনা বার্ধক্য ভাতা। তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও পায়নি বার্ধক্য ভাতা,লিস্টে নাম আছে তবু ও পাচ্ছেনা বার্ধক্য ভাতা, এক বয়স্ক বৃদ্ধার দাবি,তিনি অসহায় হয়ে পড়েছেন, পারছেনা ডাক্তার দেখাতে, পারছেনা দুমুঠো ভাত জোগাতে,তাই বারবার জমা দিয়েছে দরখাস্ত,মিলছে না বার্ধক্য ভাতা। অন্যদিকে মথুরাপুর ২ নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন তাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন,তিনি জানিয়েছেন,তাদের লিস্টে নাম আছে কিন্তু তারা এখন ভাতা পাচ্ছে না, যারা এপ্লিকেশন করেছিল তাদের জয় বাংলা পোর্টালে নাম আছে,তাদের নাম ও এন্টি আছে। স্টেড থেকে ফান্ড ছাড়া হচ্ছে, যদি তাদের নাম এন্টি থাকে তাদের ফান্ড ঢুকে যাবে অতি শীঘ্রই। এবং প্রাপকদের অভিযোগ ছিল বিজেপি করায় বার্ধক্য ভাতা পাচ্ছে না,প্রাপকদের এই অভিযোগ অস্বীকার করেন ব্লক আধিকারিক নাজির হোসেন,তিনি বলেন এটা কোন পলিটিকাল ইস্যু নয়,আমার কাছে যতগুলো দরখাস্ত এবং দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়েছে আমরা পুরোটাই দুয়ারে সরকার পোর্টালে আমরা এন্ট্রি করে দিয়েছি, তিনি আশা করছেন প্রাপকরা ফান্ড পেয়ে যাবে।