|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর গ্রামে বাড়ির বর্জ্য পদার্থ থেকে তৈরি হবে সার। তারজন্যই সরকারি ৩০,১৯,৭৩২/- টাকা ব্যায়ে নির্মিত হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। শুক্রবার সন্ধায় ফিতে কেটে ওই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। জানা গেছে, গলসি ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ও ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে ওই প্রকল্পটি নির্মান করা হয়ছে। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন, এই প্রকল্পে প্লাস্টিক সহ বিভিন্ন জিনিস আলাদা করে পচনশীল বর্জ্য গুলিকে সারে রুপান্তরিত করা হবে। এতে গ্রামের মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটবে ও গ্রামঞ্চলের পরিববেশ দুষন মুক্ত হবে। গলসি ২ বিডিও সঞ্জীব সেন বলেন, গ্রামের প্রতি বাড়িতে লাল সবুজ দুটি বালতি দেওয়া হবে। সেখান থেকে ইকোরিক্সা করে নিত্যদিন বর্জ্য পদার্থ নিয়ে আসবেন প্রকল্পের কর্মচারীরা। এখানে সেগুলিকে পচনশীল, অপচনশীল ও বিপদজনক এই তিনটি ভাগে বিভক্ত করা হবে। পচলশীল বর্জ্য গুলিতে সারে রুপান্তরিত করে বাজারজাত করা হবে। জেলা পরিষদের সদস্যা তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা বলেন, কঠিন বর্জ্য পদার্থ যেগুলি কোন ভাবেই নষ্ট হয়না সেই গুলিকে উপযুক্ত জায়গায় মজুত করে পুঁতে দেওয়া হবে। এছাড়া পচনশীল বর্জ্য পদার্থ গুলি সারে রুপান্তরিত করে কৃষি কাজে ব্যবহার করা হবে। তিনি বলেন, পরিবেশবান্ধব এমন কাজ এলাকায় জল বায়ু ও মাটি দুষণ কমবে। এদিকে গলসি বাজার সংলগ্ন এলাকায় আর একটি প্রকল্প করা হবে বলে জানতে পারা গেছে। পঞ্চায়েত উপপ্রধান সুবোধ ঘোষ বলেন, প্রয়োজনীয় খাস জমি মেলায় আমাদের পঞ্চায়েত প্রথম ওই প্রকল্পটি করা হয়েছে। শুরুতেই চারটি ইকোরিক্সা দিয়ে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষের বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে কাজ শুরু হবে। ঠিকঠাক চললে এখান থেকে পঞ্চায়েতের আয়ও হবে বলে ধারনা তার। তিনি বলেন, পরবর্তীতে আরও পঞ্চায়েতে ওই প্রকল্প হলে ব্লকের জলবায়ুর পরিবেশের উন্নতি ঘটবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পঞ্চায়েত ও গ্রামোন্নায়ন দপ্তরের যুগ্ম সচিব আকাঙ্ক্ষা ভাস্কর, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা, গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন, জেলা পরিষদের কর্মাধক্ষ্য বাগবুল ইসলাম, গলসি ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বান্টি বাগ, ভূঁড়ি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সুবোধ ঘোষ সহ অনেকে।