|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : কিছুদিন আগেই শ্রাবণ মাস শেষ হয়েছে, বহু পুণ্যার্থী জল ঢেলেছে বিভিন্ন শিব মন্দিরে। সোমবার শিব ঠাকুরের উদ্দেশ্যে পুজো রাখা হয় জগদলের দাস পরিবারের পক্ষ থেকে। সকাল থেকেই আরম্ভ হয় পূজো তারপর পূজোশেষে দুপুর বেলায় সকল দর্শনার্থীদের খাওয়ানো হয় প্রসাদের ভোগ। সেখানেই প্রকৃতি প্রেমী সঞ্জীব দাস খাবার টেবিলে বসে থাকে প্রত্যেক দর্শনার্থীদের হাতে তুলে দেন চারাগাছ।
পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন করতেই এই উদ্যোগ নেয় সঞ্জীব দাস সোমবার প্রায় ৩০০ জনের হাতে চারাগাছ তুলে দেয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত, সুমন শরীফ, মির্জা জাজবুল প্ৰমুখ।
অনুষ্ঠানের আয়োজক সঞ্জীব দাস বলেন “এই পুজো প্রতিবছরই আমাদের বাড়িতে হয়,তবে পুজো বাড়িতে হলেও এই পুজো সকল মানুষের জন্যই, বহু মানুষ পুজো দেখতে আসেন।