বাড়িতে সন্তান রেখে গঙ্গায় স্নান করতে গিয়েতলিয়ে গেল এক গৃহবধু

রাজু আনসারী, অরঙ্গাবাদ : বাড়িতে সন্তান রেখে গঙ্গায় স্নান করতে গিয়েতলিয়ে গেল এক গৃহবধু। বাড়িতে দুই সন্তান রেখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দেবীদাসপুর গঙ্গা ঘাটে স্নান করতে নেমেই ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া ওই গৃহবধুর নাম মরিয়ম খাতুন (২০)। তার বাড়ি সামশেরগঞ্জের দেবীদাসপুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তলিয়ে যাওয়ার ঘটনায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পুলিশ সূত্রে খবর, শুরু হয়েছে উদ্ধার কাজ। তলিয়ে যাওয়ার ঘটনায় খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। এরই মাঝে গৃহবধূর তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।