বড়দিন উপলক্ষে বিধান শিশু উদ্যানে ক্ষুদেদের ভীড়

পারিজাত মোল্লা : বড়দিন উপলক্ষ্যে অন‍্যান‍্য বছরের মতো এবছরও বিধান শিশু উদ‍্যানে বুধবার সকাল থেকেই কয়েক হাজার মানুষের সমাগম হয়। মূলত ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের বাবা মায়েদের সঙ্গে বিধান শিশু উদ‍্যানে আসে। খোলামেলা পরিবেশে বিধান শিশু উদ‍্যানের মাঠ জুড়ে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জাম রয়েছে। সঙ্গে চলতে থাকে খাওয়াদাওয়া। অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। সারাদিন তাঁরা পিকনিকের মেজাজে এদিনকার দিনটি অতিবাহিত করলেন বিধান শিশু উদ‍্যানে। বিধান শিশু উদ‍্যানে কোনোরকমের প্রবেশ মূল্য না থাকায় সাধারণ মানুষের অন‍্যতম পছন্দের বেড়ানোর জায়গা বিধান শিশু উদ‍্যান।