|
---|
সম্প্রীতি মোল্লা : কলকাতার মানিকতলা এলাকার সুখিয়া স্ট্রিটে রাজা রামমোহন রায় লাইব্রেরি হলঘরে গত মঙ্গলবার সন্ধেবেলায় ক্রিসমাস পালনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়।’গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া’ নামে এক সমাজসেবী সংস্থার পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ ধর্মীয় গুরুদের এক মঞ্চে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে দেখা যায় প্রত্যেককেই। এই সংগঠনের অন্যতম কর্মকর্তা বিশপ ডক্টর শ্রীকান্ত দাস বলেন -” আমরা সারাবছর অসহায় মানুষদের পাশে থাকি, কোন ধর্মীয় ভেদাভেদ নেই আমাদের মধ্যে “। বৌদ্ধ সন্ন্যাসী অরুণজ্যোতি ভিক্ষুক সম্প্রীতির জয়গান গেয়ে বলেন – ” রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সব ধর্মাবলম্বীদের পাশে সর্বদা থাকেন, আমরাও তাই ঐক্যের পক্ষে সওয়াল করি”।